স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি লড়ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। লঙ্কা দ্বীপের কলম্বোতে অবস্থিত আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০৮ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। জিততে হলে তাই ২০৯ রান করতে হবে স্বাগতিক শ্রীলঙ্কাকে।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১ রানের মাথায়ই ওপেনার গোল্ডেন ডাক মেরে ফিরে যান তিনাশে। এরপর জয়লর্ড গাম্বিকে সাথে নিয়ে ৬০ রানের জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন। এই জুটি ভাঙার পর আরও কয়েকটি ছোট জুটির দেখা পায় দলটি। তবে উইকেট হারানো ও ধীর গতির রান তোলায় বেশি দূর যেতে পারেনি জিম্বাবুয়ে শিবির।
শেষ পর্যন্ত ৪৪.৪ ওভারে মাত্র ২০৮ রানের মাঝারি সংগ্রহে থামে জিম্বাবুয়ের ইনিংস। দলের পক্ষে অধিনায়ক ক্রেইগ আরভিন ১০২ বলে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন। এই ব্যাটার ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। ৩১ রান আসে রায়ান বার্লের ব্যাট থেকে। ৩০ রান করেন জয়লর্ড গাম্বি।
শ্রীলঙ্কার হয়ে ৩১ রানে একাই ৪ উইকেট শিকার করেন মহেশ থিকশানা। দুশমন্ত চামিরা ও জ্যাফরি ভ্যান্ডারসে ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post