স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক যে বড় অঙ্কের বেতন পান সেটাতো নিশ্চিত। কিন্তু সেই টাকার টাকার পরিমান কত? কত বেশি? সেটা জানলে আপনাকে বিস্মিতই হতে হবে। মেসি যে লিগে খেলেন, সেই লিগের ২১টি দলের ফুটবলাররা মিলে যে বেতন পান, তিনি একা তার চেয়েও বেশি পান।
মেজর লিগে ইন্টার মিয়ামিতে খেলছেন মেসি। যুক্তরাষ্ট্রের এই লিগের মান বেড়েছে, জনপ্রিয়তা বেড়েছে মেসির আগমনের পরই। মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা তাই তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মেসি যে পরিমান বেতন পান, তার সমান বেতন পান ২১টি ক্লাবের ফুটবলাররা।
এপি জানিয়েছে, বছরে মোট ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলার বেতন পান মেসি। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২৪৮ কোটি ৩৯ লাখ টাকা । এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) তাদের লিগের ফুটবলারতের বেতনের তালিকা প্রকাশ করেছে। সেখানেই বিস্মিত হওয়ার মতো এমন তথ্য উঠে এসেছে। একজন মেসির বেতনের সঙ্গে পেরে উঠছেন বাকী ২১টি ক্লাবের সব ফুটবলার মিলেও। এমএলএসপিএ জানিয়েছে মেসির মূল বেতন ১ কোটি ২০ লাখ ডলার। বোনাস, মার্কেটিং ফির বাইরে তিনি এই বিশাল বেতন পান।
খেলোয়াড়দের সংগঠনটি জানিয়েছে, এবার মেসির বেতন বেড়েছে ৯.২ শতাংশ। গত ২৩ মে পর্যন্ত করা হিসাবে জানানো হয়েছে, ইন্টার মিয়ামি গত মৌসুম মোট ৪ কোটি ১৭ লাখ ডলার বেতন দিয়েছে মেসিকে। এমএলএসে সই করা ৯০২ খেলোয়াড়ের মোট পারিশ্রমিক ৫৮ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের শুরুতে ৫১ কোটি ৯০ লাখ পারিশ্রমিকের অঙ্ক থেকে এবার তা ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
এসএনপিস্পোর্টসটোযেন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































