স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের আগে শেষ ম্যাচ। প্রতিপক্ষকে নিয়ে তাই ছেলেখেলা করে ছাড়লো নেমারদের ব্রাজিল। দাপুটে জয়ে বিশ্বকাপ প্রস্তুুতি শেষ করেছে তীতের দল। তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে।
কাতার বিশ্বকাপে মাঠে নামার আগে দলগুলো ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে। প্যারিসে ব্রাজিলিয়ান ফুটবলাররা সমর্থকদের দারুণ আনন্দ দিয়েছেন। পুরো মাঠই যেনো ছিলো তাদের দখলে। একের পর এক আক্রমণে তিউনিসয়াকে কোণঠাসা করেন তারা। প্রথমার্ধে দশজনের দল হয়ে উঠা তিউনিসিয়া কোনো প্রতিরোধই যেনো গড়তে পারেনি।
প্রথমার্ধে দিশেহারা তিউনিসিয়া দ্বিতীয়ার্ধে দশ জনের দল নিয়েও কিছুটা লড়াই করে। ব্রাজিল ম্যাচের ফলাফল বের করে নেয় প্রথমার্ধেই। ম্যাচের ১১তম মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এর মিনিট সাতে পরে ম্যাচের ১৮তম মিনিট মুনতাসার তালবির গোলে সমতায় ফেরে তিউনিসিয়া। তবে বেশিক্ষণ থাকেনি সমতা। মিনিট এক পরেই ম্যাচের ১৯তম মিনিটে রিচার্লিসন গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।
কুড়ি মিনিটের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া ব্রাজিল মিনিট দশেক পরেই নেইমারের গোলে ব্যবধান বাড়িয়ে নেয়। প্রতিপক্ষের খেলোয়াড় ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। ম্যাচের ২৯তম মিনিটে স্পট কিক থেকে গোল করে তিউনিসিয়াকে ৩-১ ব্যবধানে পিছিয়ে দেন ব্রাজিলিয়ান এই তারকা।
ম্যাচের শেষ দিকে নিজের জোড়া গোল পূর্ণ করেন রিচার্লিসন। ম্যাচের ৪০তম মিনিটে তাই ব্রাজিল তাই এগিয়ে যায় ৪-১ গোলে। এরপরই বড় ধাক্কা খায় তিউনিসিয়া। ম্যাচের ৪২তম মিনিটে লার কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় ডিলান ব্রন ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তিউনিসিয়া।
প্রথমার্ধে দশজনের দল হয়ে যাওয়া তিউনিসিয়াকে বাকীটা সময় খেলতে হয় একজন কম নিয়েই। তবে দ্বিতীয়ার্ধেই কিছুটা প্রতিরোধ গড়ে দলটি। ব্রাজিল তখন মাত্র একটি গোল দিতে পারে। ম্যাচের ৭৪তম মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পেদ্রি। গোল উৎসব করে ব্রাজিল তাই ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০