স্পোর্টস ডেস্ক:: সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে সবশেষ ১৯৫৪ সালে জিতেছিলো বেলজিয়াম। ফিফা র্যাংকিংয়ে দীর্ঘ দিন শীর্ষে থাকা বেলজিয়াম জার্মানির সঙ্গে জিততে পারছিলো না। অবশেষে জার্মান বধ করেছে রোমেলা লুকাকুর দল।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে জার্মানিতে ৩-২ গোলে হারিয়েছে বেলজিয়াম। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্যাংকিংয়ে দুই দল কাছাকাছি। শক্তির পার্থক্য খুব একটা নেই। তবে জার্মানিদের হারাতে পারছিলো না বেলজিয়াম। অবশেষে ৬৯ বছর পর প্রথম জয়ের দেখা পেলো দলটি।
রাতের ম্যাচের শুরুতেই লিড নেয় বেলজিয়াম। ইয়ানিক ক্যারাসকোর গোলে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে এগিয়ে যায় দলটি। লিড পাওয়া দলকে দ্রুতই আরো এগিয়ে দেন লুকাকু। মিনিট তিনেকের মধ্যেই দলের হয়ে তিনি দ্বিতীয় গোল করেন।
শুরুতেই পিছিয়ে পড়া জার্মানি প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমায়। মাচের ৪৪তম মিনিটে নিকলাস পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ২-১ করেন। এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরো বড় করে বেলজিয়াম। ম্যাচের ৭৮তম মিনিটে কেভিন ডি ব্রুইন দারুণ এক গোল করেন। তাতে জার্মানি পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে। মিনিট দশেক পরেই সার্জি জিনাব্রি বেলজিয়ামের জালে বল পাঠান। ম্যাচের ৮৭তম মিনিটে তাই আবারো ব্যবধান কমায় জার্মানি। শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/ নিপ্র/ডেস্ক/০০































Discussion about this post