নিজস্ব প্রতিবেদকঃ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শেষ মুহূর্তে হতাশার হার দেখেছে বাংলাদেশ। হংকং, চায়নার বিপক্ষে ম্যাচে দীর্ঘ সময় ৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৮৪ ও যোগ করা সময়ের নবম মিনিটে সমতায় ফেরে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে হামজা চৌধুরী-সামিত সোম-শেখ মোরসালিনদের হতাশার সাগরে ডুবিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হংকংয়ের রাফায়েল মার্কিস। ফলে বাংলাদেশ হারল ৪-৩ ব্যবধানে।
বৃহস্পতিবার ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে বক্সের বাম দিক থেকে হামজার বাঁকানো ফ্রি কিকে বল এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ায়। এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। চলতি বাছাইয়ে বাংলাদেশের এটা দ্বিতীয় গোল। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে লক্ষ্যভেদ করেছিলেন রাকিব।
প্রথমার্ধে হংকংকে ওই গোল শোধ করার খুব একটা সুযোগ দেয়নি বাংলাদেশ। বরং লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। তা যেমন কাজে লাগাতে পারেনি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে কর্ণার থেকে উড়ে আসা বলে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোল পোস্ট ছাড়িয়ে গোল লাইন বরাবর থাকা বল বিপদমুক্ত না করে হেড করে ভেতরে পাঠান ফাহিম। একাধিক মাথা ঘুরে ফাঁকায় পেয়ে হংকং বল জালিয়ে পাঠিয়ে ব্যবধান ১-১ করে প্রথমার্ধ শেষ করে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ২-১ গোলের লিড তুলে নেয় হংকং। ম্যাচের ৫০ মিনিটে রাফায়েল মার্কেইস গোল করেন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক তুলে নেন তিনি। মার্কেইস বলতে গেলে সব কটি গোল উপহারই পেয়েছেন। ৭৫ মিনিটে ফাঁকায় বল পেয়ে ব্যবধান ৩-১ করে ফেলেন তিনি। দ্বিতীয়ার্ধে হাপিয়ে ওঠা বাংলাদেশের হারই সঙ্গী হচ্ছে বলে মনে হচ্ছিল। তবে শুরুর একাদশে না থাকা জামাল ভূঁইয়া ও কানাডা প্রবাসী শমিত সোম দ্বিতীয়ার্ধে মাঠে ঢুকে ম্যাচে প্রাণ ফেরান। আক্রমণ তুলতে থাকে বাংলাদেশ। জামাল দারুণ এক বল পাঠান শেখ মোরসালিনকে। ওই সুযোগ হারালেও নাম্বার সেভেন জার্সি পরা মোরসালিন ৮৪ মিনিটে এক গোল শোধ করেন।
এরপর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছ্বাসের জোয়ার তোলা গোলটি আসে কর্ণার থেকে নেওয়া শটে সোমের হেডে। তিনি দারুণ দক্ষতায় ম্যাচের ৯৯ মিনিটে অর্থাৎ যোগ করা সময়ের নয় মিনিটি বল জালে পাঠান। ৩-৩ গোলে জয়ের সমান সমতায় ম্যাচ তখন শেষের অপেক্ষা। কিন্তু এক মিনিট বাকি থাকা ম্যাচে গোলরক্ষক মিতুল মার্মার ভুলে হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। হংকং সেন্টার করার পরই বল বাংলাদেশের অর্ধে পাঠায়। পায়ে বল পেয়েও বক্সে ভুল ব্যাক পাস দেয় বাংলাদেশ। সেখান থেকে শট নেন মার্সেইস। বাংলাদেশের গোলরক্ষক মিতুল সেটি আটকাতে পারেন নি। গোল হতেই বিমর্ষ চেহারায় ছলছল চোখে মুচড়ে বসে পড়েন হামজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000