স্পোর্টস ডেস্ক:: সুপার ফোরের ম্যাচে বাবর আজমদের পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে বড় পূঁজি পেলো রোহিত শর্মার ভারত। আগে ব্যাট করা ভারত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮১ রান তুলেছে।
ভারতের ব্যাটিং ইনিংসকে বড় করেছেন বিরাট কোহলি। দীর্ঘ দিন পর ফর্মে ফেরা এই তারকা এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়েছেন সাধানী হয়ে। শতকের বেশি স্ট্রাইক রেটে শেষ ব্যাটার হিসেবে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। তার আগে ৪৪ বলে চার চার ও এক ছয়ে ৬০ রান করেছেন।
পাকিস্তানের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি। উইকেটে আসা ভারতীয় সব ব্যাটারই ছিলেন কিছুটা মারমুখী। বিরাটের হাফ সেঞ্চুরির সঙ্গে অন্যদের ছোট ছোট টি-২০ মেজাজী ইনিংসে ভারত পেয়ে গেছে লড়াইয়ের মতো পূঁজি।
ভারতের দুই ওপেনার লূকেশ রাহুল ও রোহিত শর্মা দু’জনেই ২৮ রান করে সংগ্রহ করেছেন। দুই ছয় ও এক চারে ২০ বলের ইনিংসটি সাজিয়েছেন রাহুল। অধিনায়ক রোহিত ১৮ বলের ইনিংসে তিনটি চার ও দু’টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়াও ১৬ রান করেছেন দীপক হুডা। ১৪ রান এসেছে পন্থের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে শাদাব ২টি, নেওয়াজ, রউফ, হাসনাইন ও নাসিম শাহ ১টি করে উইকেট লাভ করেন।
১৮২ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান।
এসএনপিস্পোর্টটোসয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০