নেইমার ফেরার ম্যাচে দক্ষিণ কোরিয়াকে বিদায় করে ব্রাজিলের বড় জয়

0
84

স্পোর্টস ডেস্কঃ  হেক্সা মিশনে কাতারে আসা ব্রাজিল দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। এশিয়ার শেষ প্রতিনিধি হিসেবে বিশ্বকাপে থাকা দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে নেইমাররা।ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের ফেরার ম্যাচটি জয়ে রাঙিয়েছে দল। বিশ্বকাপে গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলতে পারেননি এই তারকা। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট নিয়ে তিনি মাঠ ছেড়ে ছিলেন।

স্টেডিয়াম ৯৭৪- এ সোমবার শেষ ষোলোর ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। সপ্তম মিনিটে তাদের গোল উৎসবের শুরু ভিনিসিউস জুনিয়রের পায়ে। একে একে স্কোরলাইনে নাম লেখান নেইমার, রিশার্লিসন ও লুকাস পাকেতা।

ইনজুরি থেকে ফেরা নেইমার জুনিয়র ১২ মিনিটে পেনাল্টি থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন। রিচার্লিসন ওই পেনাল্টি আদায় করেন। এরপর থিয়াগো সিলভার সঙ্গে ওয়ান অন ওয়ান খেলে ২৮ মিনিটে তৃতীয় গোল করেন রির্চালি। ম্যাচের ৩৫ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন পাকুয়েতা। তাকে দিয়ে গোল ভিনিসিয়াস জুনিয়র।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া। ব্রাজিলের আক্রমণ ঠেকিয়ে নিজেরা একটি গোলও করে দলটি। ম্যাচের ৭৬তম মিনিটে পাক সিংয়ের গোলে ব্যবধান ৪-১ করে ফেলে দলটি। প্রথমার্ধে দুর্দান্ত খেলা ব্রাজিল দ্বিতীয়ার্ধে আর কোনো গোল আদায় করতে পারেনি।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া কোরিয়ানরা দ্বিতীয়ার্ধে এক শোধ করলেও বড় হার এড়াতে পারেনি। কাতার বিশ্বকাপের সুপার সিক্সটিন থেকে এশিয়ার শেষ দল হিসেবে বিদায় নিলো তারা।

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। ইনজুরি থেকে ফিরেছেন দানিলোও। তবে তিনি খেলছেন লেফট-ব্যাকে। অ্যালেক্স সান্দ্রো চোট পড়ায় ও টেলেস ছিটকে যাওয়ায় রাইটব্যাকে রয়েছেন এডার মিলিতাও।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here