বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক: ভারতে চলমান টেস্টে অনন্য এক রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান টম লাথাম। ধর্মশালায় ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে দ্বিতীয় ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যানের উইকেট পেলেও একজন আউট করতে পারেননি স্বাগতিক বোলাররা। শেষ পর্যন্ত ওপেনার টম লাথামের অপরাজিত ৭৯ রানে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান। এর মাঝেই অনন্য এক রেকর্ড গড়েন বাঁ-হাতি এই ওপেনার।
ইনিংসের গোড়াপত্তন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন লাথাম। ওয়ানডে ক্রিকেটে এর আগে এমন কীর্তি গড়েছেন মাত্র নয়জন। লাথাম দশম ক্রিকেটার হিসেবে এই কীর্তিতে নাম লেখালেন। তবে নিউজিল্যান্ডের পক্ষে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি এমন কীর্তি গড়লেন।
এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। এক পর্যায়ে ৬৫ রানেই হারায় সাত উইকেট। অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রাখেন লাথাম। তাকে সঙ্গ দেন টিম সাউদি। দুজনে মিলে গড়েন ৭১ রানের জুটি।
ক্যারিয়ার সেরা ৫৫ রান করে সাজঘরে ফিরে যান সাউদি। দু’ওভার পর ইশ সোধিও ফিরে গেলে ১৯০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৯৮ বলে সাত চার ও এক ছক্কায় ৭৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন টম লাথাম।
ওপেনিং করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়া ব্যাটসম্যানদের এই তালিকায় আছেন বাংলাদেশের ওপেনার জাভেদ ওমর বেলিমও। তালিকার বাকি নয়জন হলেন- গ্র্যান্ট ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), সাঈদ আনোয়ার (পাকিস্তান), নিক নাইট (ইংল্যান্ড), রিডলি জ্যাকবস (ওয়েস্ট ইন্ডিজ), ডেমিয়েন মার্টিন (অস্ট্রেলিয়া) হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা), অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড), ও আজহার আলী (পাকিস্তান)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০