স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। আজ যে ভাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে, দ্রুত লম্বা হচ্ছে তার ভক্তের তালিকা সেটা খুব সহজে হয়নি।
অনেক কষ্ট করতে হয়েছে সাকিবকে। বাসে উঠলে সিট মিলতো না। আবার ছিলো ব্যাগের সমস্যা। এক সিট নিলো হতো, নিতে হতো দুই সিট। অনেক কষ্ট করেই আজকের সাকিব হওয়া সাকিবের সবচেয়ে বড় পাওয়া বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা।
সাকিব বলেন, অনেক কষ্ট করেছি এক সময়। শ্যামলী থেকে মিরপুর স্টেডিয়াম যেতাম ৯ নম্বর বাসে। বড় ব্যাগের জন্য সমস্যা হতো। দুই সিটের ভাড়া দিতে হতো। এক সিটে ব্যাগ রাখতাম, আর একটাতে আমি বসতাম।’
গত এক দেড় বছরে বাংলাদেশ অসাধারণ সাফল্য দেখিয়েছে। সাকিব ও মোস্তাফিজের মতো সুপারস্টারই কেবল নন, দলে সাত আট জন তারকা খেলোয়াড় থাকার জন্যই এই সাফল্য।এটাই সাকিবের বিশ্লেষণ।
তিনি বলেন,‘আমি চাই দলে আরো সুপারস্টার আসুক। আমাদের দলে এখন সাত থেকে আটজন ম্যাচ উইনার আছে। এ ধরনের সুপারস্টার যত বেশি থাকবে বেশি জয়ের সম্ভাবনাও থাকবে তত। ’
সাকিব আল হাসান বলেন,‘ ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া হলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। ক্যারিয়ার তো শেষ হবেই একদিন। তখনও এ একটা জিনিসই আমার সঙ্গে থেকে যাবে। এদিক থেকে আমি অনেক ভাগ্যবান। এটা বড় পাওয়া।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটা/০০