স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের বিস্ময় বালক, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ঈদে গরু কোরবানি দিচ্ছেন। প্রায় দুই লাখ টাকা দিয়ে তিনি কোরবানির জন্য গরু কিনেছেন।
মোস্তাফিজের পরিবার সূত্রে এ তথ্য জানা যায়। মুস্তাফিজের পরিবার সূত্রে আরো জানা যায়, মঙ্গলবার ঈদের দিন সকাল সাড়ে ৮টায় তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে তিনি ওই গরু কোরবানি দেবেন।
পরিবারের সঙ্গে ঈদ উৎসব করতে বৃহস্পতিবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়ার গ্রামের বাড়িতে আসেন মোস্তাফিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০