স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা বেশ ভালো যাচ্ছে রেজা হেনড্রিকসের। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মে আছেন তিনি। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রিষ্টলে ৭৪ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন এই ওপেনার। তার দল দক্ষিণ আফ্রিকাও জিতে নিয়েছে ম্যাচটি।
ম্যাচ জয়ের সাথে সাথে নতুন এক রেকর্ডের সাক্ষী হয়েছেন হেনড্রিকস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে ফিফটি হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি। নাম লিখিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইলদের কাতারে। ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন হেনড্রিকস।
এর আগে ২০০৮-০৯ সালে সর্বপ্রথম এই কীর্তি গড়েন নিউজিল্যান্ড কিংবদন্তি ম্যাককালাম। ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ২০১২ সালে রেকর্ডটি গড়েন। হেনড্রিকস ব্যতীত তালিকার অন্য তিনটি নাম সহযোগী দেশগুলোর ক্রিকেটারের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চার ফিফটি হাঁকানোর রেকর্ড
১। ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)- ২০০৮-০৯
২। ক্রিস গেইল (উইন্ডিজ)- ২০১২
৩। ক্রেইগ উইলিয়ামস (নামিবিয়া)- ২০২১
৪। রায়ান খান পাঠান (কানাডা)- ২০২১
৫।গুস্তব ম্যাককিওন (ফ্রান্স)- ২০২২
৬। রেজা হেনড্রিকস (দক্ষিণ আফ্রিক)- ২০২২
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা