স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের নিয়মিত পারফর্মারদের একজন লিটন দাস। দুর্দান্ত ফর্মে আছেন তিনি। বিশেষ করে ওডিআই ও টেস্ট ক্রিকেটে। তবে টি-২০তেও তিনি অন্যদের চেয়ে ভালো করছেন। ন্যুয়ে পড়া টি-২০ দলের ব্যাটিং লাইনআপে তিনি বেশ গুরুত্বপূর্ণ।
তবে টাইগার সমর্থকদের জন্য হতাশার খবর এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে অনিশ্চিত এই তরুণ উইকেটরক্ষক ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম এক দিনের ম্যাচে ইনজুরিতে পড়েছেন তিনি। ব্যাটিংয়ের মাঝ পথেই হ্যামিস্ট্রিং ইঞ্জুরিতে স্ট্রেচারে করে লিটন দাস মাঠ ছাড়েন।
দুর্দান্ত ব্যাট করতে থাকা লিটন দাস দলীয় ১৭১ রানের মাথায় হ্যামিস্ট্রিং ইঞ্জুরিতে পড়েন। নয় চার ও এক ছয়ে ৮৯ বলে ৮১ রান করেন তিনি। মাত্র ১৯ রানের জন্য সেঞ্চুরি অপেক্ষায় থেকে মাঠ ছাড়েন। পরে আর মাঠেই নামতে পারেননি।
চোটে পড়া লিটনকে পরে আর মাঠে নামায়নি টিম ম্যানেজম্যান্ট। স্ক্যান করতে তাকে হাসপাতালে পাঠানো হয়। ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, আপাতত তিন সপ্তাহের জন্য মাঠের বাই তিনি, সেটা নিশ্চিত। তবে আশঙ্কা করা হচ্ছে- চোট গুরুতর হলে এশিয়া কাপ মিস করবেন এই ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০