স্পোর্টস ডেস্ক:: কোথাও পারফর্ম করননি সাব্বির রহমান। ঘরোয়া ক্রিকেটে বলার মতো তেমন কোনো পারফর্ম নেই। তবুও তাকে দলে নেওয়ার জন্য একটা চাপ ছিলো নির্বাচকদের উপর। সেটাই বাস্তবায়ন হলো। এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান।
জাতীয় দলে অভিষেকের পর দুর্দান্ত কয়েকটা ইনিংস ছিলো তার। মারমুখী ব্যাটারের তকমাও পেয়ে যান দ্রুত। তবে নিজের প্রতি নিজের অবহেলা আর নানা ‘বিতর্কিত’ আচরণে হারিয়েও যান দ্রুত। এক পর্যায়ে পাড়ার ক্রিকেটারের মতো ‘খ্যাপ’ খেলতে শুরু করেন তিনি।
তবুও দলের বর্তমান অবস্থা এবং সর্বোপরি হিটার ব্যাটার না থাকায় সাব্বির রহমানকে দলে ফেরানোর একটা দাবিও উঠে ছিলো। সেই দাবিতেই তাকে এশিয়া কাপ টি-২০ দলে নেওয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সাব্বির রহমানকে দলে নেওয়ার যুক্তিতে নান্নু বলেন, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এজন্য সাব্বিরকে এশিয়া কাপের দলে রাখা হয়েছে। আমাদের সবারই চাহিদা ছিল তাই সাব্বিরকে নেওয়া হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০