স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে রোববার চেলসি-টটেনহ্যামের ম্যাচজুড়ে উত্তেজনার পর ম্যাচ শেষেও লেগে গেল দুই কোচের। ম্যাচের ফলাফলের বিষয়কেও ছাপিয়ে গেছে ডাগ আউটে দুই কোচের লড়াই, যা শেষ পর্যন্ত রূপ নিয়েছিল হাতাহাতিতে। তাই রোমাঞ্চকর লড়াই শেষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে টমাস টুখেল ও অ্যান্তেনিও কন্তেকে।
স্ট্যামফোর্ড ব্রিজে দুই কোচের আগ্রাসী মনোভাব এবং মারমুখী চেহারা দেখে অনেকেই আঁতকে ওঠেন। তাদের কিছুতেই ছাড়ানো যাচ্ছিল না। একে অপরের দিকে তেড়ে তেড়ে যাচ্ছিলেন। দু’জনকে ছাড়াতে এগিয়ে আসতে হয় দুই দলের কোচিং স্টাফ এবং রেফারিদেরও। তবে সেটা মারামারি পর্যন্ত গড়ায়নি!
ম্যাচ শেষে চেলসি কোচ টুখেল বলেন তার মূল ক্ষোভ রেফারিং নিয়ে। তিনি বলেন, টটেনহ্যামের দুই গোলের একটিও আসলে হওয়া উচিত নয়। টুখেল বলেন, ‘পুরো ম্যাচে আমরা দাপট দেখিয়েছি। ওদের দুই গোলের একটিও হওয়া উচিত নয়। আমরা অসাধারণ খেলেছি এবং জয় আমাদের প্রাপ্য ছিল। এটাই আমার ভাবনা।’
টুখেলের ক্ষোভ আছে ভিএআর নিয়েও, ‘মাঠে যা-ই হোক, ভিএআর তো আছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। রেফারি অনেক সময় দেখতে না পেলে দায় দেখি না। আমিও অনেক কিছু দেখি না। কিন্তু ভিএআর দেখার জন্য তো লোক আছে। এটা ফ্রি কিক হয় না কিভাবে? লাল কার্ড কেন হবে না!।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০