স্পোর্টস ডেস্কঃ ১৫ আগস্ট পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবস। আর স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশটির ফেডারেল সরকারের কাছ থেকে পুরষ্কারে ভূষিত হয়েছেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম।
পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার সিতারা-ই-আজম পেয়েছেন বাবর। এই একই পুরষ্কার পেয়েছেন উইন্ডিজের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। বিদেশি ক্রিকেটার হিসেবে এই পুরষ্কার জেতেন তিনি।
এদিকে স্বাধীনতা দিবসের পুরষ্কারে ভূষিত হয়েছেন পাকিস্তান জাতীয় নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ ও ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক মাসুদ জান। এর মধ্যে বিসমাহ মারুফ তামঘা-ই-ইমতিয়াজ পুরষ্কার ও মাসুদ প্রাইড অব পারফর্মেন্স পুরষ্কার পেয়েছেন।
পাকিস্তানের হয়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ২৫৩ জন দেশি ও বিদেশি ব্যক্তিকে পুরষ্কৃত করার নাম ঘোষণা হয় ১৪ আগস্ট। আগামী বছরের ২৩ মার্চ এই পুরষ্কার হস্তান্ত করা হবে বলে জানা গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিনন্দন জানিয়েছে তিন অধিনায়ক বাবর, মাসুদ ও বিসমাহকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা