স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে স্বাগতিক উইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে শঙ্কা জেগেছিল হোয়াইটওয়াশের। তবে তা হয় নি। সিরিজের শেষ ম্যাচে ক্যারিবিয়ানরা জয় পায় ৮ উইকেটে।
কিংস্টনে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ২ উইকেটে হারিয়ে ১ ওভার বাকি থাকতেই জয় বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।
ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন গাপটিল। ছোট সংস্করণে ১২১ ম্যাচ খেলা কিউই ওপেনারের রান ৩৪৯৭। ১১ ম্যাচ বেশি খেলে দুইয়ে নামা রোহিত পিছিয়ে আছেন ১০ রানে। অবশ্য গাপটিলের রেকর্ডের ম্যাচটি জয়ের হাসি হাসতে পারে নি তার দল।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে থাকা রোহিতের রান ৩৪৮৭। বিরাট কোহলির ৩৩০৮। এরপর এই তালিকায় রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং (২৯৭৫) এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (২৮৫৫)। আসন্ন এশিয়া কাপে অবশ্য রোহিত সুযোগ পাচ্ছেন গাপটিলকে ছাড়িয়ে যাওয়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০