স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এখন ইঁদুর-বিড়াল দৌড় চলছে। কখনো রোহিত শর্মা শীর্ষে ওঠছেন, তো কখনো আবার মার্টিন গাপটিল সেরা অবস্থানে যাচ্ছেন। দুই দেশের দুই তারকার এমন লড়াইয়ে এবার এগিয়ে গেলেন গাপটিল।
গেল রাতে উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। আর সেই ম্যাচে মাত্র ১৩ বলে ১৫ রান করে আউট হন গাপটিল। তবে পারফর্ম করতে না পারলেও, ঠিকই ছাড়িয়ে যান রোহিতকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক গাপটিল। ১২১ ম্যাচ খেলে ১১৭ ইনিংসে ৩৪৯৭ রান এই কিউই ওপেনারের। অপরদিকে ১৩২ ম্যাচ খেলে ১২৪ ইনিংসে ৩৪৮৭ রান রোহিতের। ভারতীয় অধিনায়ক গাপটিলের চেয়ে পিছিয়ে আছেন মাত্র ১০ রানে। আসছে এশিয়া কাপেই সুযোগ পাচ্ছেন গাপটিলকে টপকে যাওয়ার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক
১। মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৩৪৯৭ রান
২। রোহিত শর্মা (ভারত)- ৩৪৮৭ রান
৩। বিরাট কোহলি (ভারত)- ৩৩০৮ রান
৪। পল স্টার্লিং (আয়ারল্যান্ড)- ২৯৭৫ রান
৫। অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ২৮৫৫ রান
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা