স্পোর্টস ডেস্কঃ গেল জুলাইয়ে স্কিল ও ফিটনেস ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রধান কোচ স্টুয়ার্ট ল ও ব্যাটিং কোচ ওয়াসিম জাফরের অধীনে ৪০ জন ক্রিকেটারকে নিয়ে আয়োজিত হয়েছিল সেই ক্যাম্প। এবার আরও একটি ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপম্যান্ট ইউনিট।
তবে সেখানে ক্রিকেটারদের সংখ্যা কমিয়ে নিয়ে আসা হয়েছে। আগের দল থেকে বাদ পড়েছেন ১০ জন ক্রিকেটার। এবার ৩০ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হচ্ছে সেই ক্যাম্প। সেই ৩০ জনের নাম ঘোষণা করেছে বিসিবি।
মিরপুরের হোম অব ক্রিকেটে সেই ক্যাম্প শুরু হবে আগামী ২১ আগস্ট থেকে। যা কিনা শেষ হবে ৩১ আগস্ট। পরবর্তীতে নিজেদের মধ্যে ভাগ হয়ে কয়েকটি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। ১ থেকে ১০ সেপ্টেম্বর রাজশাহীতে হবে সেই ম্যাচগুলো। ম্যাচ খেলার পরই শেষ হবে এবারের ক্যাম্প।
ক্যাম্পে ডাক পাওয়া ৩০ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল
জিসান আলম, আশিকুর রহমান শিবলি, মোহাম্মদ রিজওয়ান, রিজন হোসেন, আরিফুল ইসলাম, শাহরিয়ার সাকিব, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ সোহাগ, আহরার আমিন, শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাঈম আহমেদ, আশরাফ উদ্দিন ফয়েজ, সিয়াম হোসেন দিপু, রিফাত আলম, তানভীর আহমেদ, রোহানাত দৌলা বর্ষণ, মোহাম ইকবাল হোসেন ইমন, আজাদ প্রমি, আতিকুর হোসেন শাহরিয়া, আকান্ত শেখ, মারুফ মৃধা, পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিকী, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মাজহারুল হক রুপম, মাহফুজুর রহমান রাব্বি, নুরুল হাসান রোমান, আশরাফুল হাসান ও মোহাম্মদ রাফিউজ্জামান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা