স্পোর্টস ডেস্কঃ আইসিসির এফটিপিতে আগামী চার বছরে ৩৫টি টেস্ট খেলবে বাংলাদেশ। আর এই চার বছরে ৬৫টি ওয়ানডে ও ৬৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সব মিলিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা ম্যাচ খেলবে ১৪৪টি। যদিও এর বাইরে আলোচনার মাধ্যমে আরো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আছে বাংলাদেশের সামনে।
২৪ বছর পর আবারো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে চলেছে বাংলাদেশ। ক্যালেন্ডারের হিসেবে ২০০৩ সালের পর প্রথমবার তাসমান সাগরপাড়ের দেশটিতে টেস্ট খেলতে যাবে মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা। এফটিপি অনুযায়ী, ২০২৭ সালের মার্চে অজিদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবেন টাইগাররা। এদিকে এই এফটিপিতে বাংলাদেশ দলই সবচেয়ে বেশি ওয়ানডে খেলবে।
২০২৩-২০২৭ পর্যন্ত বাংলাদেশের যত সিরিজ-
মার্চ, ২০২৩– ইংল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (হোম)
মার্চ–এপ্রিল, ২০২৩– আয়ারল্যান্ডের বিপক্ষে ১ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (হোম)
মে, ২০২৩– আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৪ টি–টোয়েন্টি (অ্যাওয়ে)
জুন–জুলাই, ২০২৩– আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ভারত)
জুন, ২০২৩– আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি–টোয়েন্টি (হোম)
সেপ্টেম্বর, ২০২৩– এশিয়া কাপ
সেপ্টেম্বর, ২০২৩– নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে (হোম)
নভেম্বর, ডিসেম্বর, ২০২৩– নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট (হোম)
ডিসেম্বর, ২০২৩– নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (অ্যাওয়ে)
ফেব্রুয়ারি–মার্চ, ২০২৪– শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (হোম)
এপ্রিল, ২০২৪– জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৫ টি–টোয়েন্টি (হোম)
জুন, ২০২৪– টি–টোয়েন্টি বিশ্বকাপ (উইন্ডিজ, যুক্তরাষ্ট্র)
জুলাই, ২০২৪– আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (অ্যাওয়ে)
আগস্ট–সেপ্টেম্বর, ২০২৪– পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট (অ্যাওয়ে)
সেপ্টেম্বর–অক্টোবর, ২০২৪– ভারতের বিপক্ষে ২ টেস্ট, ৩ টি–টোয়েন্টি (অ্যাওয়ে)
অক্টোবর–নভেম্বর, ২০২৪– দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট (হোম)
নভেম্বর–ডিসেম্বর, ২০২৪– উইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (অ্যাওয়ে)
ফেব্রুয়ারি–মার্চ, ২০২৫– চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান)
মার্চ–এপ্রিল, ২০২৫– জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি ( হোম)
মে, ২০২৫– পাকিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (অ্যাওয়ে)
জুন–জুলাই, ২০২৫– শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (অ্যাওয়ে)
আগস্ট, ২০২৫– ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (হোম)
সেপ্টেম্বর, ২০২৫– এশিয়া কাপ
অক্টোবর, ২০২৫– উইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (হোম)
নভেম্বর, ডিসেম্বর, ২০২৫– আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি–টোয়েন্টি
মার্চ–এপ্রিল, ২০২৬– পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি–টোয়েন্টি (হোম)
এপ্রিল, ২০২৬– নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (হোম)
জুন, ২০২৬– অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (হোম)
জুলাই–আগস্ট, ২০২৬– জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে (অ্যাওয়ে)
আগস্ট, ২০২৬– আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি–টোয়েন্টি (অ্যাওয়ে)
অক্টোবর–নভেম্বর, ২০২৬– উইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট (হোম)
নভেম্বর–ডিসেম্বর, ২০২৬– দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে (অ্যাওয়ে)
ফেব্রুয়ারি, ২০২৭– ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট (হোম)
মার্চ, ২০২৭– অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট (অ্যাওয়ে)
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০