স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দল সমতায় ফিরেছে ১-১ ব্যবধানে। বৃহস্পতিবার রাতে উইন্ডিজ ‘এ’ দলকে ৪৪ রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার নাঈম শেখ। খেলেন ১০৩ রানের ইনিংস। সাব্বির রহমান অর্ধশতক হাঁকিয়ে ৫৮ বলে ৬২ রান করেন। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে মোহাম্মদ মিঠুনের দল।
রান তাড়া করতে নেমে পুরো ৫০ ওভার খেলেও উইন্ডিজ ‘এ’ দল ৯ উইকেটে ২৩৩ রানে থেমেছে। স্বাগতিকদের ইনিংস ধসিয়ে দিয়েছেন রেজাউর রহমান রাজা-মুকিদুল ইসলাম মুগ্ধরা। মাত্র ৩২ রানে ৩ উইকেট নেন পেসার মুকিদুল। ৪৪ রানে ২ উইকেট আরেক পেসার রেজাউর।
৩৮ রান করা তেগনারায়ণ চন্দরপলকে ফেরান রেজাউর। অধিনায়ক জশুয়া দা সিলভা অবশ্য ফিফটির দেখা পান। ৬৮ রানে থাকা সিলভাকে নিজের দ্বিতীয় শিকার বানান সিলেটের পেসার রেজাউর। টেডি বিশপ ৩১, অ্যান্ডারসন ফিলিপস ১৫ রান করে আউট হলে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয় তারা। শেষদিকে ব্রায়ার্ন চার্লসের অপরাজিত ২৯ রানের ইনিংস হারের ব্যবধান কমিয়েছে শুধু। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০