স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট বিশ্বে ওয়ানডে ফরম্যাট নিয়ে চলছে জোর আলোচনা। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা নিজেদের মত দিচ্ছেন সেখানে। যেখানে ওয়ানডে ক্রিকেটের করুণ দশা ফুটে ওঠেছে। কেউ কেউ বলছেন, মরে গেছে এই ফরম্যাট। কেউ এই ফরম্যাটকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ বলছেন, ওভার কমিয়ে ৪০ ওভার নিয়ে আসতে।
কেউ বলছেন আইপিএলের কারণে ওয়ানডে ফরম্যাটের আজ এই দশা। অবশ্য কেউ আবার বলছেন, এখনও উপভোগ করে যাচ্ছেন এই ফরম্যাট। সেই উপভোগ করা ক্রিকেটারদের একজন রোহিত শর্মা। ভারতের এই অধিনায়কের কাছে শুধু ওয়ানডে ফরম্যাট নয়, সব কিছুই খেলতে চান। পারলে নতুন কোনো ফরম্যাট যোগ হলে, সেটাও করতে চান।
সম্প্রতি ফরম্যাট নিয়ে আলোচনা প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি কখনোই বলব না ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে বা শেষের মুখে। আমি তো বলব আরও নতুন এক ফরম্যাটে খেলতে চাই। খেলাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা