নিজস্ব প্রতিবেদক:: ২৪তম জাতীয় ক্রিকেট লিগের জন্য সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা প্রাথমিক দল ঘোষণা করেছে। ৩০ সদস্যের প্রাথমিক দলের সিনিয়র পাশাপাশি জায়গা পেয়েছেন তরুণ বেশ কয়েক জন ক্রিকেটারও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ে আজ থেকে শুরু হবে প্রাথমিক দলের ফিটনেস ক্যাম্প। বিসিবি ট্রেনার আবুল বাশারের অধীনে শুরু হবে ফিটনেস ক্যাম্প। তবে সিলেট বিভাগীয় দলের কোচের দায়িত্বে কারা থাকছেন সেটি এখনো নিশ্চিত নয়।
দলে সিনিয়র তান্না, তুষার, শেনাজ, এনাম, নাবিল সামদদের সঙ্গে আছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটারও। আবিদ, তোফায়েল, ফেরদৌস, বক্কর, কামরুল, মোজাক্কির, সফর, সাকিবদের মতো তরুণরা সুযোগ পেয়েছেন প্রাথমিক দলে। প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেওয়াতে স্বাভাবিক ভাবেই প্রাথমিক দলে নাম নেই সিনিয়র ক্রিকেটার অলক কাপালির।
৩০ সদস্যের প্রাথমিক দল:: ইমতিয়াজ হোসেন চৌধুরী তান্না, শেনাজ আহমদ, তৌফিক খান তুষার, অমিত হাসান, জাকির হাসান, জাকের আলী অনীক, আসাদুল্লাহ আল গালিব, মিজানুর রহমান সায়েম, শাহনুর রহমান, মোহাম্মদ এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস জাবেদ, নাসুম আহমদ, নাবিল সামাদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমদ, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব, মহীউদ্দীন তারেক, নাঈম আহমদ, আহমেদ আবিদুল হক, সফর আলী, মো: জয়নুল ইসলাম, নাঈম হাসান সাকিব, রিয়াদ খান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, মোজাক্কির হোসেন, আবু বক্কর, তোফায়েল আহমদ ও কামরুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০