স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে রোববার। বাংলাদেশ সময় রাত ৮টায় সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দুই ম্যাচের এই সিরিজ বাংলাদেশী দর্শকরা টিভিতে দেখতে পারবেন। শনিবার জানা গেছে, এই সিরিজ দেখা যাবে গাজী টিভিতে।
দুবাইয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা এ সিরিজ অনলাইনেও লাইভ সম্প্রচার হবে। সেক্ষেত্রে উল্লু ও এমএক্স প্লেয়ার এপে দেখা যাবে ম্যাচ দু’টি। শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
দুই ম্যাচের এই সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেতৃত্বে থাকছেন না। সহকারী অধিনায়ক নুরুল হাসান সোহান নেতৃত্ব দেবেন। সাকিব বর্তমানে আছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেখানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে ইতোমধ্যে দুই ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল: নুরুল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০