স্পোর্টস ডেস্ক:: সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষেও ব্যাটিংয়েও ধুঁকছে বাংলাদেশ। অর্ধশতের আগের একে একে ফিরে গেছেন সাব্বির, লিটন, মিরাজ-ইয়াসির আলীরা। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্রুতই হারাচ্ছে উইকেট।
ওপেনার সাব্বির রহমান রানের খাতা খুলার আগেই ফিরেন সাজ ঘরে। বাংলাদেশের ইনিংস উদ্বোধন করতে নামেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই দলীয় ১১ রানের মাথায় সাব্বির রহমান শুন্য রানে ফিরেন সাজঘরে। তাদের বিদায়ের পর তিনে নামা লিটন দাসও বেশি দূর যেতে পারেননি।
তৃতীয় ওভারের পঞ্চম বলে দলীয় ২৬ রানের মাথায় সাজঘরে ফিরেন লিটন দাস। তিন চারে ৮ বলে ১৩ রান করেন তিনি। তার দেখানো পথেই হাটেন ওপেনার মেহেদী হাসান মিরাজ। পঞ্চম ওভারের চতুর্থ দলে দলীয় ৩৫ রানের মাথায় তৃতিয় উইকেট হারায় টাইগাররা। এবার সাজঘরে ফিরেন ১২ বলে ১৪ রান করা মিরাজ।
দ্রুত তিন উইকেট হারানো বাংলাদেশ অর্ধশতের ঘরে পৌছার আগেই হারায় চতুর্থ উইকেট। দলীয় ৪৭ রানের মাথায় প্যাভেলিয়নের পথ ধরেন ইয়াসির আলী। চোট কাটিয়ে দলে ফেরা এই ব্যাটার ৭ বলে মাত্র ৪ রান করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮.২ ওভারে দুই উইকেটে ৫৭ রান। ১৭ রানে আফিফ ও ২ রানে মোসাদ্দেক অপরাজিত আছেন।