স্পোর্টস ডেস্ক:: সংযুক্ত আরব-আমিরাতে এক সাথেই লড়ছে বাংলাদেশ নারী ও পুরুষ ক্রিকেট দল। দুবাইয়ে স্বাগতিকদের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। আবুধাবিতে আইসিসি টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনাল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী দল।
বিশ্বকাপের বাছাই পর্বের সেমিতে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেই সাথে মেয়েদের বিশ্বকাপের মূল পর্বও নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে আয়ারল্যান্ডও। বাছাই পর্বের দুই ফাইনালিস্ট খেলবে মূল পর্বে।
ফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশ প্রতিপক্ষকে ছাড় দিয়ে কথা বলবে না। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জানিয়েছেন, তারা সেই হয়েই ফিরতে চান দেশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০