স্পোর্টস ডেস্কঃ নেশন্স লিগে সময়টা বেশ ভালো যাচ্ছে নেদারল্যান্ডসের। এবার বেলজিয়ামকে হারিয়েছে দলটি। ঘরের মাঠ আমস্টারডাম অ্যারেনায় ১-০ গোলে জিতে ডাচরা। এই জয়ের মধ্য দিয়েই নিশ্চিত হয়েছে ফাইনালসে, অর্থাৎ শেষ চারে তাদের খেলা।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডস বল দখলে খানিকটা পিছিয়ে ছিল। তবে আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি করেন ভার্জিল ফন ডাইক। ৭৩ তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন লিভারপুল ডিফেন্ডার।
পুরো ম্যাচে ৪৫ শতাংশ বল দখলে রাখে নেদারল্যান্ডস। সব মিলিয়ে ১৩টি শট নিতে পারে। যার মধ্যে গোলবারে রাখতে পারে ৫টি। অপরদিকে ৫৫ শতাংশ বল দখলে রাখা বেলজিয়াম শট নিতে পেরেছে ১১টি। এর মধ্যে ৪টি গোলবারে রাখতে পারে। তবে গোল করতে ব্যর্থ হন হ্যাজার্ড-ডি ব্রুইনেরা।
এই জয়ের পর ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ ‘এ’র গ্রুপ ৪ থেকে ফাইনালস অর্থাৎ, সেরা চারে উঠেছে নেদারল্যান্ডস। ডাচদের বড় ব্যবধানে হারাতে পারলে বেলজিয়ামের জন্যও সেই সুযোগ ছিল। তবে শেষ পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে শেষ করতে হয়েছে তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক।সা