নিজস্ব প্রতিবেদক:: এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল সিলেট পৌঁছেছে। ঘরের মাঠে নারীদের এবারের এশিয়া কাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার দুপুরে ঢাকায় পৌঁছে বিমানবন্দর সংলগ্ন গ্র্যান্ড সিলেটে উঠেছে নারী দল।
নারীদের এশিয়া কাপের সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের টাইগ্রেসরা। এবারের নিজেদের মাঠে চ্যম্পিয়ন মুকুট ধরে রাখার মিশন। সিলেটের মাঠ বাংলাদেশ নারীদের দলের হোম গ্রাউন্ডই বলা হয়।
সিলেটের বেশির ভাগ সময় ক্যাম্প করেছে বাংলাদেশ নারী দল। সবশেষ জাতীয় ওমেন্স লিগও হয়েছে সিলেটের মাঠে। আগামি ১ অক্টোবর বাংলাদেশ ও থাইল্যান্ডের মেয়েদের ম্যাচ দিয়েই শুরু হবে এশিয়া কাপ।
এবারের আসরে এশিয়ার সাত দল লড়াই করবে সেরা হওয়ার জন্য। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব-আমিরাত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০