স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত। বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শর্মার দল জিতেছে ৮ উইকেটের ব্যবধানে। বোলারদের নৈপুণ্যে প্রোটিয়াদের মাত্র ১০৬ রানে আটকে দিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত ২০ বল বাকি থাকতে। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন পেসার আর্শ্বদ্বীপ সিং।
৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সূর্যকুমারের এটি ৮ নম্বর হাফ-সেঞ্চুরি। আর ৫৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ৪ ছক্কা ও ২ চারে এই ইনিংস সাজান তিনি। মামুলী লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতাই খোলতে পারেন নি অধিনায়ক রোহিত। বিরাট কোহলি করেছেন মাত্র ৩ রান।
এর আগে ব্যাট করতে নেমে শূন্যের মিছিলে মেতেছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। চারজন আউট হয়েছেন শূন্য রানেই। ওপেনার টেম্বা বাবুমা, তিনে নামা রাইলি রুসো, পাঁচে নামা ডেভিড মিলার এবং ছ’য়ে নামা ট্রিস্টান স্টাবস প্রত্যেকেই আউট হন শূন্য রানে। আরেক ওপেনার ডি কক আউট হন ১ রান করে। প্রথম ৬ ব্যাটসম্যানের মধ্যে ৫ জন মিলে করেন ১ রান। দলীয় ৯ রানেই তাদের ৫টি উইকেটের পতন ঘটে।
এরপর সেখান থেকে অ্যাইডেন মারক্রামের ২৪ বরে ২৫, ওয়েন পারনেলের ৩৭ বলে ২৪, কেশব মহারাজের ৩৫ বলে ৪১ রানে ভর করে ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। বল হাতে ভারতের অর্শ্বদীপ ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন দীপক চাহার ও হার্শাল প্যাটেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০