স্পোর্টস ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অক্টোবরের ১৬ তারিখ থেক অস্ট্রেলিয়ায় শুরু হবে টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের আগে এবার বিপুল অর্থের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি।
আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ, ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ কোটি টাকারও বেশি। এদিকে রানার্সআপ দল পাবে ৮০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি টাকা।
সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৪ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ কোটি টাকা। সুপার টুয়েলভ থেকে বাদ পড়া ৮ দল পাবে ৭০ হাজার মার্কিন ডলার করে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭০ লাখ টাকা। এদিকে প্রথম পর্ব থেকে বাদ পড়া দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪০ লাখ টাকা।
এসবের বাইরেও থাকছে অর্থ আয় করার সুযোগ। সুপার টুয়েলভে প্রতি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার মার্কিন ডলার অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ টাকা আয় করার সুযোগ পাবে দলগুলো। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। গেল আসরেও ছিল একই পরিমাণ প্রাইজমানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা