স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ড-পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন টাইগাররা। সেই বহরে বিশ্বকাপ দলের ১৫ সদস্য তো থাকছেনই, সঙ্গে স্ট্যান্ড বাই থাকা আরও দুই ক্রিকেটারও যাচ্ছেন।
তারা হলেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের দলের সাথে যুক্ত হয়েছেন দুজন। তাই তারাও তাসমান সাগর পাড়ের দেশের উদ্দেশ্যে উড়াল দেবেন।
তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। তাই এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না দলের সাথে আছেন কিনা। যতদূর জানা গেছে ব্যাকআপ অপশন হিসেবে রাখা হয়েছে তাদেরকে।
এছাড়া ত্রিদেশীয় সিরিজে বাজিয়ে দেখার গুঞ্জনও রয়েছে। সবশেষ আরব আমিরাত সফরে দলে ছিলেন সৌম্য ও শরিফুল। এর মধ্যে শরিফুল সিরিজের প্রথম টি-টোয়েন্টিও খেলেছেন। আর সৌম্যও আছেন গুডবুকে। ব্যাকআপ ওপেনার ও বল হাতে সক্ষমতা আছে এই তারকার। যার ফলে এই দুজনকে নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানা গেলেও, কিছু আভাস মিলছে আগে থেকেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা