স্পোর্টস ডেস্ক:: সাফ জয়ী বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল লিগে খেলতে গেছেন। বাংলাদেশের চ্যাম্পিয়ন এই মেয়েকে কেক কেটে বরণ করে নিয়েছে ধিবেহি সিফাইং ক্লাব।
দক্ষিণ এশিয়ার নারীদের সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা খাতুন। সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি জিতেছেন সেরা খেলোয়াড়েরও পুরস্কার। দলের চ্যাম্পিয়ন এই ফুটবলারকে বরণ করে নিতে কার্পণ্য করেনি সিফাইং ক্লাব।
সাবিনার সঙ্গী হয়ে এবার মালদ্বীপে খেলবেন বাংলাদেশী বংশোদ্ভুত আরেক নারী ফুটবলার জাপানের মাতসুশিমা সুমাইয়া। দেশের ফুটবলে দু’জনেই খেলেন বসুন্ধরা কিংসে। মালদ্বীপের ঘরোয়া লিগেও তারা খেলবেন একই দলে।
ধিবেহি সিফাইং ক্লাব ব্যাকড্রপ বানিয়ে সাবিনাকে অভিন্দন জানায় কেক দিয়ে। এসম উষ্ণ অভ্যর্থনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সাবিনা লিখেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য আমার সতীর্থ ও ক্লাব অফিসিয়ালদের ধন্যবাদ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০