স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। রোববার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু করা বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে পাচ্ছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। বিশ্রাম কাটিয়ে একাদশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
মুস্তাফিজুর রহমানের বদলে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম। এ ছাড়া সাব্বির রহমানের বদলে একাদশে খেলবেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ- সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন।
নিউজিল্যান্ড একাদশ- ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০