স্পোর্টস ডেস্ক:: সাফ জয়ী বাংলাদেশ নারী দলকে দ্রুতই সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছেন, শিগগিরই প্রধানমন্ত্রী সংবর্ধনা দেবেন সাফ জয়ী নারী দলকে।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যুব ও ক্রীড় সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তিনি বলেছেন, আমাদের মেয়েরা অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। আমি তাদের শিগগির সংবর্ধনা দেবো।
স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করেছিলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০