নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে নারীদের এশিয়া কাপে সেমি ফাইনালে মাঝারি সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২২ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। ফাইনালে যেতে হলে পাকিস্তানকে করতে হবে ১২৩ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীর গতিতে ব্যাট করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটি থেকে আসে ২৩ রান। শেষ পর্যন্ত দলটি থামে ১২২ রানে গিয়ে।
শ্রীলঙ্কার হয়ে ৪১ বলে ১ বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন হরষিতা সামারাবিক্রমা। ২১ বলে ১টি করে বাউন্ডারি ও ছক্কায় ২৬ রান করেন অনুষ্কা সঞ্জিবনী।
পাকিস্তানের হয়ে ৪ ওভার বল করে ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন নাশরা সন্ধু। ১টি করে উইকেট লাভ করেন সাদিয়া ইকবাল, নিধা দার ও আইমান আনোয়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ সা