স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে পাকিস্তান। হারের পর মাঠেই কেঁদেছেন পাকিস্তানের নারী ক্রিকেটাররা। পাক অধিনায়ক বিসমাহ মারুফ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে টিম বাসে উঠেননি পাকিস্তান অধিনায়ক। একটি প্রাইভেট কার যোগে তাকে স্টেডিয়াম থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়।
একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান অধিনায়কের পেটে ব্যথা অনুভব হচ্ছিলো। সঙ্গে বুকেও ব্যথা করছিলো। তাকে তাই হাসপাতালে নেওয়া হয়েছে। তবে অসুস্থটা অতটা গুরুতর নয়।
এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা বিধ্বস্ত ছিলেন পাক অধিনায়ক। পুরস্কার বিরতণী মঞ্চে কাঁদতেও দেখা যায় তাকে। পাকিস্তানের অন্যান্য ক্রিকেটাররাও ফাইনাল খেলতে না পারার বেদনায় পুড়েছেন। এরপরই এলো পাক অধিনায়কের অসুস্থতার খবর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০