নিজস্ব প্রতিবেদকঃ নারীদের এশিয়া কাপের ফাইনালে বিধ্বস্ত শ্রীলঙ্কা দল। ভারতের বিপক্ষে মাঠে দাঁড়াতেই পারছে না লঙ্কান শিবির। টস জিতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে যাচ্ছে দলটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা দলের সর্বশেষ সংগ্রহ প্রথম ১৩ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ৩৫ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চলেছে লঙ্কান শিবির। দ্রুতই অলআউট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
অথচ ফাইনাল উপভোগ করতে মাঠে এদিন হাজার হাজার দর্শক এসেছেন। স্টেডিয়ামের প্রবেশ মুখে এখনও আছে দর্শকদের লাইন। তবে দর্শকরা ভালোভাবে মাঠে প্রবেশের আগেই ম্যাচের অর্ধেক শেষ হয়ে আসছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা