স্পোর্টস ডেস্ক:: দেশের হকির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু হলো। জমকালো আয়োজনে পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচে সাইফ পাওয়ার খুলনাকে হারিয়েছে একমি চট্টগ্রাম।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয় চ্যাম্পিয়ন্স ট্রফির। বাংলাদেশের হকির ইতিহাসে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান ছিলো জমকালো। দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো হকির ফ্র্যাঞ্চাইজি নিয়েছে।
হকির ফ্র্যাঞ্চাইজি যুগে প্রবেশের দিনে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। সাইফ পাওয়ার খুলনাকে একমি চট্টগ্রাম হারিয়েছে ৩-২ গোলে। চট্টগ্রামের হয়ে জোড়া গোল করেছেন ভারতীয় হকি খেলোয়াড় দেবিন্দর বাল্মিকি। আরেক বিদেশী এলভিস স্পাবলিং করেছেন অন্য গোলটি।
সাইফ পাওয়ার খুলনার হয়ে গোল রেছেন অধিনায়ক খোরশেদুর রহমান ও তানজীম আহমদ। দুই দলের দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করেছেন দর্শকেরা। আক্রমণ পাল্টা আক্রমণে ঠাসা ছিলো ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০