নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক ছাতার নিচে নিয়ে আসছে দেশের ফুটবল একাডেমিগুলোকে। সারা দেশের ফুটবল একাডেমিগুলোকে দিচ্ছে স্বীকৃতি। গুণগত মান দেখে নির্ধারণ করে দিচ্ছে ক্যাটাগরিও। কেউ দুই স্টার, কেউ তিন স্টার আবার কেউ এক স্টার পাচ্ছেন।
বাফুফের ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তারা যাচাই-বাছাই করছেন দেশের ফুটবল একাডেমিগুলোকে। শনিবার সিলেটের তিন ফুটবল একাডেমি পরিদর্শন করেছেন বাফুফের কর্মকর্তা আলমগীর আহমদ পলো। টু স্টার ক্যাটাগরির এম.কে গ্যালাকটিকো স্পোর্টস একাডেমি পরিদর্শন করতে সিলেটে যান এই অফিসিয়াল।
সুযোগ পেয়ে তিনি সেখানকার আরো দু’টি একাডেমিও পরিদর্শন করেন। সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সদর উপজেলা স্পোর্টস একাডেমি, দুপুরে দলদলি চা বাগানে জুম্মন লুসাই ফুটবল একাডেমি পরিদর্শন করেন তিনি। এরপর বিকেলে পরিদর্শন করেন এম.কে গ্যালাকটিকো স্পোর্টস একাডেমি।
এসব একাডেমির খেলোয়াড়, অনুশীলন সুযোগ-সুবিধার পাশাপাশি অনুশীলন মাঠও ঘুরে দেখেন পল। পরিদর্শন শেষে সিলেটের এই ফুটবল একাডেমিগুলোকে নিয়ে সন্তুুষ্টির কথাই জানান তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০