স্পোর্টস ডেস্ক:: এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড স্বস্তির এক জয় পেয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এমনিতেই অস্বস্তিতে আছে দলটি। তার ওপর সাম্প্রতিক পারফরম্যান্সও কথা বলছিলো না ম্যানইউর হয়ে।
প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের বিপক্ষে রোববার রাতের ম্যাচে ম্যানইউ নিজেদের মতো খেলতে পারেনি খুব একটা। সাম্প্রতিক সময়ের বিবর্ণ চিত্রই ফুটে উঠে। আক্রমণের ধার, জ্বলে উঠা, জয়ের জন্য মরিয়া হয়ে উঠার মতো খেলতে দেখা যায়নি দলটিকে।
নিষ্প্রাণ ম্যাচ খেললেও ওয়েস্ট হামের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোর দল। এ দিন ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন পর্তুগিজ ফুটবল রাজা। যাকে নিয়েই বর্তমানে বেশ অস্বস্তিতে আছে ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বদলী নামতে অস্বীকৃতি জানানো, আগে ভাগে মাঠ ছেড়ে যাওয়ার মতো নানা ঘটনায় আলোচনায় তিনি।
ম্যাচের ৩৮তম মিনিটে মার্কোশ র্যাশফোর্ড ১-০ গোলে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধে আর সমতায় ফেরার সুযোগ পায়নি ওয়েস্ট হাম। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ছন্দহীন ফুটবলই খেলতে থাকে দুই দল। তাই গোলের দেখাও আর মিলেনি। প্রথমার্ধের একমাত্র জয় সূচক গোল নিয়েই মাঠ ছেড়ে যায় ইউনাইটেড।
এই জয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠেছে এরিকের দল। ১২ ম্যাচ খেলা দলটি জিতেছে সাত ম্যাচ। ‘ড্র’ করেছে দুই ম্যাচ। হেরেছে তিন ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000