নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স এবার দলে নিয়েছে আরো এক বিদেশী ক্রিকেটারকে। জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ার্ন বার্লের সাথে চুক্তি করেছে সিলেট স্ট্রাইকার্সের প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ।
সোমাবার রায়ার্ন বার্লকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্ট্রাইকার্স। জিম্বাবুয়ের এই লেগ স্পিনার ব্যাট হাতেও দারুণ কার্যকরী। বাংলাদেশের সবশেষ জিম্বাবুয়ে সফরেও তিনি দারুণ ছিলেন। বিশ্বাকাপেও দুর্দান্ত পারফর্ম করছেন।
জিম্বাবুয়ের হয়ে ৫৩টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন রায়ার্ন বার্ল। ৫৩টি আন্তর্জাতিক টি-২০ খেলে ৭৯২ রান করেছেন। ক্যারিয়ার সেরা ইনিংস ৫৭ রানে অপরাজিত। বল হাতে নিয়েছেন ৩২টি উইকেট।
সিলেট স্ট্রাইকার্স এর আগে বিদেশী ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে। লঙ্কান ক্রিকেটার ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দুু মেন্ডিস. থিসারা পেরেরাও খেলবেন সিলেটের হয়ে। ডাচ ক্রিকেটার কুলিন অ্যাকারমনকেও দলে নিয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক, বিপিএলের সর্বোচ্চ শিরোপা জয়ী অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকেও দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সফল এই অধিনায়কের হাতেই নেতৃত্ব তুলে দিয়েছে ফিউচার স্পোর্টসের মালিকানাধীন দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০