স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবুও নিয়ম রক্ষার ম্যাচে মঙ্গলবার মাঠে নামতে হবে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে। ওই ম্যাচে দেখা যাবে না রবার্তো লেভানডফস্কিকে।
বার্সেলোনা নিয়ম রক্ষার এই ম্যাচে বিশ্রাম দিয়েছে পোলিশ এই তারকাকে। সোমবার এক বিবৃতিতে বার্সা বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। বার্সা জানিয়েছে, লেভানডফস্কি পিঠের সমস্যায় ভুগছেন।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গ্রুপ থেকে শেষ ষেলো নিশ্চিত করেছে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। চার ম্যাচের তিনটিতে হারে জাভির দল। সেরা ষোলোতে তাই খেলা হয়নি ক্লাবটির।
দলের বাজে সময় গেলেও লেভানডফস্কি দারুণ সময় কাটাচ্ছেন। বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় এসে তিনি গোল করছেন নিয়মিত। ১৭ ম্যাচেই করে ফেলেছেন ১৮টি গোল। দলের সেরা এই তারকাকে তাই নিয়ম রক্ষার ম্যাচে বিশ্রাম দিয়েছেন কোচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০