নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) পঞ্চম রাউন্ডে মুখোমুখি লড়াইয়ে মাঠে নেমেছে খুলনা ও বরিশাল বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে খুলনা। ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে মাঝারি ইনিংস খেলেছেন।
প্রথম দিন শেষে খুলনার সংগ্রহ ৯০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান। ইনিংসের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন অমিত মজুমদার। এরপর ধীরে ধীরে কয়েকটি জুটিতে ভর করে ভালো সংগ্রহ দাঁড় করায় রাজশাহী। ৬৭ বলে ৬ বাউন্ডারিতে ৪০ রান করে অপরাজিত আছেন মৃত্যুঞ্জয় চৌধুরি। ১ রানে অপরাজিত আছেন টিপু সুলতান।
এর আগে ৭৬ বলে ৭ বাউন্ডারিতে সর্বোচ্চ ৪৫ রান করেছেন হাসানুজ্জামান। নাহিদুল ইসলাম ১০১ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪১ রান, জাওয়াদ রুয়েন ৮১ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪০ রান করেন। জিয়াউর রহমানের ব্যাট থেকে ৩৬ ও অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৩০ রান।
বরিশালের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন কামরুল ইসলাম রাব্বি ও সোহাগ গাজী। মইন খান ১ উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা