স্পোর্টস ডেস্কঃ ফখর জামানের চোটে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া মোহাম্মদ হারিস ফাইনালে জ্বলে উঠতে পারলেন না। মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর উইকেটে এসে মাত্র ৮ রান করেছেন তিনি। আদিল রশিদ নিজের প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পান। ইংলিশ এই লেগ স্পিনারের করা ওভারের প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে বেন স্টোকসের হাতে ক্যাচ দেন হারিস। ১২ বলে মাত্র ৮ রান করেছেন এই ডানহাতি।
১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৬৮ রান। এর আগে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ইংলিশ পেসার স্যাম কারানের বলে বোল্ড হয়েছেন ওপেনার রিজওয়ান। টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে ফিরেছেন রিজওয়ান। আউট হওয়ার আগে ১ ছক্কায় ১৪ বলে ১৫ রান করেছেন তিনি। ১১ রানে শান মাসুদ ও ২৯ রানে আছেন বাবর আজম।
ইংল্যান্ড একাদশ-
জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও আদিল রশিদ।
পাকিস্তান একাদশ-
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, মোহাম্মদ হ্যারিস, ইফতিকার আহমেদ, শাদব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০