স্পোর্টস ডেস্ক:: শিরোপার লড়াইয়ে আগে ব্যাট করতে নামা পাকিস্তান দ্রুত যেমন উইকেট হারাচ্ছে, টিক তেমনি দ্রুত রানও তুলছে। রিজওয়ান, হারিস, বাবরের পর এবার চতুর্থ উইকেট হারিয়েছে দলটি। ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেছেন ইফতিখার আহমদ। দলীয় ৮৫ রানে চতুর্থ উইকেট হারিয়েছে পাকিস্তান। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ইফতিখার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৪.৪ ওভারে ৪ উইকেটে ১০৪ রান। ২৯ রানে শান মাসুদ ও ৯ রানে শাদাব খান অপরাজিত আছেন।
ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা খুব একটা ভাল হয়নি। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দলীয় ২৯ রানের মাথায় প্যাভেলিয়নে ফেরার আগে তিনি ১৪ বলে করেন ১৫ রান। তার বিদায়ের পর পাকিস্তান দ্বিতীয় উইকেটও হারায় দ্রুত। অর্ধশতকের আগেই সাজঘরে ফিরেন হারিস। অষ্টম ওভারের প্রথম বলে দলীয় ৪৫ রানের মাথায় ১২ বলে ৮ রান করা হারিসকে ফেরান রশিদ।
তৃতীয় উইকেটে শান মাসুদের সঙ্গে জু্টি গড়ার চেষ্টা করেন বাবর। তবে সফল হতে পারেননি। ৩৯ রানের জুটি গড়ে বাবর তৃতীয় উইকেটে সাজঘরে ফিরেন দলীয় ৮৪ রানের মাথায়। ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে পাক অধিনায়ক বিদায়ের আগে দুই চারে ২৮ বলে ৩২ রান করেন।
অধিনায়কের বিদায়ের পরের ওভারের দ্বিতীয় বলে, অর্থাৎ ১৩তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮৫ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ৬ বল খেলে কোনো রান সংগ্রহের আগেই ইফতিখার ফিরেন সাজঘরে।