স্পোর্টস ডেস্কঃ ৬৪ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলবে ওয়েলস। গত জুনে ইউক্রেনকে হারিয়ে বিশ্ব মঞ্চে জায়গা করে নেয় তারা। আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছেন ওয়েলস কোচ। বিশ্বকাপে গ্যারেথ বেলরা খেলবে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরানের সাথে ‘বি’ গ্রুপে।
এরআগে একবারই বিশ্বকাপে খেলেছে ওয়েলস। ১৯৫৮ সালের আসরে কোয়ার্টারে-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরেছিল তারা। আগামী ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইউরোপের দলটি। ওয়েলসের রেকর্ড গোলদাতা বেল ১০৮ ম্যাচে করেছেন ৪০ গোল।
এবারের আসরে নিজেকে শতভাগ উজার করে দেওয়ার অপেক্ষায় বেল। স্কাই স্পোর্টসকে বেল বলেছেন, ‘আমি খেলার জন্য শতভাগ প্রস্তুত। আমার যদি তিন ম্যাচেই ৯০ মিনিট করে খেলতে হয়, খেলব। মানসিকভাবে অনেক বেশি কঠিন সময় ছিল। আমি মনে করি প্রত্যেকের জন্য গত তিন বা চার সপ্তাহ ছিল কঠিন, এমনকি খেলোয়াড়দের ইনজুরির খবর ও তাদের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবরে। আমরা প্রার্থনা করছি যেন কারও ইনজুরি না হয়, কারণ এটা দারুণ উপলক্ষ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০