স্পোর্টস ডেস্কঃ টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার দারুণ এক আত্মবিশ্বাসী রেকর্ড নিয়ে কাতারে এখন আর্জেন্টিনা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ঝুলিতে রয়েছে সর্বশেষ কোপা আমেরিকা শিরোপা। গত বছর ঐতিহাসিক মারাকান স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে কোপার শিরোপা জয় করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।
১৯৮৬ সালে কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আর শিরোপা পাওয়া হয়নি আর্জেন্টাইনদের। এরপর ১৯৯০ সালে পশ্চিম জার্মানী ও ২০১৪ সালের ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয় আলবেসেলিস্তেদের। এবারের আসরে শিরোপার দাবিদারদের একটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বুধবার প্রীতি ম্যাচ খেলেই লিওনেল মেসির নেতৃত্বে কাতারে পৌছেছে আর্জেন্টিনা বিশ্বকাপ দল। আরব আমিরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করে রাতেই কাতারে পা রেখেছেন মেসি-ডি মারিয়ারা। আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত।
আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও আর্জেন্টিনা, আগামী ১ ডিসেম্বর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০