স্পোর্টস ডেস্ক:: ফিফা র্যাঙ্কিংয়ে বিস্তর ফারাক। মেসিদের আর্জেন্টিনা তিনে, আর সৌদী আরব ৫১তম স্থানে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা হট ফেবারিট আর্জেন্টিনা হারিয়ে দিলো ইতিহাস গড়লো সৌদী আরব। কাতার বিশ্বকাপের আইকনিক ভেন্যু লুসাইলে উৎসবে মাতলো আরাবিয়ানরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আকালী নীলদের বেদনায় ব্যথিত করলো সৌদী আরব।
দুর্দান্ত, দারুণ সৌদী আরব পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে। বিশ্বকাপে অঘটনের শিকার হলো আর্জেন্টিনা। শক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে থাকা সৌদী আরব হারিয়ে দিয়েছে লিওনেল মেসিদেরকে। ২-১ গোলের হারে বিশ্বকাপ শুরু হলো স্কালোনির দলের।
দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে আরাবিয়ানরা। আর্জেন্টিনার জয়রথ থামিয়ে তুলে নিয়েছে অসাধারণ, রোমাঞ্চকর এক জয়। প্রথমার্ধে পিছিয়ে পড়া সৌদী আরব দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়েছে আর্জেন্টিনার জালে। তাতেই নিশ্চিত হয়েছে ২-১ গোলের অসাধারণ, রোমাঞ্চকর জয়।
প্রথমার্ধে কোণঠাসা সৌদী আরব দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো। লিওনের মেসির দলের জালে পরপর দুই গোল দিয়ে ম্যাচে লিড নেয় দলটি। প্রথমার্ধে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা মিস করেছে একাধিক গোল। অফসাইডের কারণে দলটির একাধিক গোল বাতিল হয়েছে। না হলে লিওনেল মেসির দল ব্যবধান আরো বাড়াতে পারতো প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো সৌদী আরব এগিয়ে গেছে ম্যাচে।
বিশ্বকাপ শুরুর মিশনে লিওনের মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচ শুরুর দশম মিনিটেই পেনাল্টি থেকে গোল আদায় করে নেন আর্জেন্টাইন অধিনায়ক। লসুাইল স্টেডিয়ামে সৌদী আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশুন শুরু হলো।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ সৌদী আরবকে চাপে রেখে খেলছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের দশম মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় দলটি। ম্যাচের নবম মিনিটে বিপদজনক সীমানায় সৌদীর খেলোয়াড়রা ফাউল করেন আর্জেন্টাইনদের। রেফারি ভিডিও অ্যাসিসস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে সৌদীর জালে বল জড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক মেসি এগিয়ে দেন দলকে।
স্কালোনির দল প্রথমার্ধে ব্যবধান আরো বড় করতে পারতো। মেসি, মার্তিনেজদের একাধিক গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। শেষ পর্যন্ত তাই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যেতে হয় আর্জেন্টিনাকে।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ঘুরে দাঁড়ান সৌদী আরব। দারুণ খেলা দলটি দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে। ম্যাচের ৪৮তম মিনিটে সালেহ শাহেরির গোলে সৌদী আরব স্কোর লাইন ১-১ করে। সমতায় ফেরা আরবিয়ানরা মেসিদের কোনো সুযোগই দেয়নি। এর মিনিট সাতেক পর লিড নেয়।
ম্যাচের ৫৩তম মিনিটে সেলিম দাওসারির গোলে সৌদী আরব এগিয়ে যায়। লুসাইলে স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার কয়েক হাজার সমর্থক। টান টান উত্তেজনার বাকীটা সময় আর গোলের দেখা পায়নি কোনো দল। দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদী আরব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0