স্পোর্টস ডেস্কঃ কাতারে চলছে ফুটবল বিশ্বকাপের মহারণ। আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে পোল্যান্ড ও মেক্সিকো। ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে দুই দলের লড়াই শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১০টায়। কন্টেইনার দ্বারা নির্মিত ‘৯৭৪’ স্টেডিয়ামে দুই দলই নিজেদের শক্তিশালী একাদশ নামিয়েছে মাঠে।
এই ম্যাচে ৩-৫-২ ফরমেশনে খেলতে নেমেছে পোল্যান্ড। দলটির শুরুর একাদশে যথারীতি আছেন তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কি। যার উপর ভর করেই কিনা ভালো কিছুর স্বপ্ন দেখছে পোলিশরা। এদিকে মেক্সিকো খেলতে নেমেছে ৪-৩-৩ ফরমেশন নিয়ে। দলে আছেন অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া। দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এই ম্যাচের উপর অনেকটা আভাস মিলবে, আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য কোন দিকে গড়াবে। কেননা এই গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বসে আছে আর্জেন্টিনা। সেক্ষেত্রে ম্যাচ ড্র হলেই, বাড়তি সুবিধা লিওনেল মেসির দলের।
পোল্যান্ড একাদশ
বেরেজনস্কি (গোলরক্ষক), লেভানডফস্কি, জেলিনস্কি, জেলিওস্কি, সিজমানস্কি, কিচোয়িয়াক, কামিনস্কি, ক্যাশ, কিউইর ও গিল্ক।
মেক্সিকো একাদশ
ওচোয়া (গোলরক্ষক), সানচেজ, মন্তেস, মরেনো, গ্যালার্দো, হেরেরা, আলভারেজ, চাভেজ, লোজানো, মার্টিন ও ভেগা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা