স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাপান হারিয়ে দিল জার্মানিকে। শুরুতে পিছিয়ে পড়েও শেষের ঝলকে ২-১ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে এশিয়ার দলটি। কাগজে কলমে জার্মানি জাপান থেকে ঢের ভালো দল। র্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ২৪, আর জার্মানির অবস্থান ১১তে। খেলোয়াড়দের নাম, ধারে-ভারে দুই দলের তুলনা চলে না। সেই জাপানই কি-না হারিয়ে দিল জার্মানিকে!
ম্যাচের পর জাপান কোচ হাজিমে মোরিইয়াসু বলেন, নির্দিষ্ট পরিকল্পনা করেই ধরা দিয়েছে তাদের এই জয়। মোরিইয়াসু বলেন, ‘আমরা আক্রমণাত্মক শুরু করতে চেয়েছিলাম, খেলায় আধিপত্য বিস্তার করতে চেয়েছিলাম। কিন্তু জার্মানি খুব শক্তিশালী দল, তাই আমাদের অবিচল থেকে রক্ষণ সামলানো এবং সুযোগ কাজে লাগানোর দরকার ছিল।’
জাপান কোচ আরো বলেন, ‘আমাদের কৌশলে অনেক বিকল্প ছিল এবং আমরা অনেকরকম পরিস্থিতির কথাই বিবেচনা করেছিলাম। আমরা জানতাম যে আমরা পিছিয়ে পড়তে পারি, এমন কিছুর জন্যও পরিকল্পনা করেছিলাম, তার প্রস্তুতি নিয়েছিলাম।’
আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টিতে গোল করেন জার্মানির ইলকাই গুনদোয়ান। এরপর দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে ফিরতি জোড়ালো শটে গোল করেন জাপানের রিটসু ডোয়ান। ৮২তম মিনিটে ফের গোল করে ম্যাচটি নিজেদের করে নেয় এশিয়ার জায়ান্টরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০