স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে ভারত ‘এ’ দল এখন কক্সবাজারে। সেখানে অনুশীলন শেষে আগামীকাল মাঠে নামবে তারা। টাইগার ‘এ’ দলের বিপক্ষে ভারতের দলটির দায়িত্বে আছেন ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) কোচ সিতানশু কটাক।
কটাককে সঙ্গ দেবেন আরও দুজন কোচ। বোলিং কোচ হিসেবে থাকবেন ট্রলি কুলি। এই অস্ট্রেলিয়ান ছাড়াও ফিল্ডিং কোচ হিসেবে কটাককে সঙ্গ দেবেন টি দিলিপ। বর্তমানে ভারতের জাতীয় দলের ফিল্ডিং কোচ দিলিপ।
চার দিনের ম্যাচের ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামীকাল (২৯ নভেম্বর) প্রথম চার দিনের ম্যাচটি কক্সবাজারে হবে। ৫ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচটি।
টেস্টের প্রস্তুতি নিতে চেতেশ্বর পূজারা ও উমেশ যাদবকে বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দলের সঙ্গে যুক্ত করেছে ভারত। যেখানে রয়েছেন নবদীপ সাইনির মতো পরীক্ষিত পেসারও। মূলত টেস্টের প্রস্ততি নিতেই ‘এ’ দলের সঙ্গে পাঠানো হচ্ছে পূজারা ও উমেশকে।
ভারত ‘এ’ দলের স্কোয়াড: অভিমন্যু ইশ্বরন, রোহান কনুম্মাল, ইয়াশভি জয়সওয়াল, ইয়াশ ধুল, সরফরাজ খান, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব, সৌরভ কুমার, কেএস ভরত, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদীপ সাইনি, আতিত শেঠ, চেতেশ্বর পূজারা এবং উমেশ যাদব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০